নিজস্ব প্রতিবেদক
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) কর্তৃপক্ষের স্বাক্ষরিত রেফারেন্স দেখালেই এখন স্বনামধন্য চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারে বিশেষ ছাড় পাওয়া যাবে।
চট্টগ্রামের পাঁচলাইশস্থ এপিক হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্পেশালাইজড ডক্টরস চেম্বারে সকল ধরনের প্যাথলজি ও ডায়াগনস্টিক সার্ভিসে বিভিন্ন হারে ছাড় পাবেন ইডিইউর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবার।
চুক্তি স্বাক্ষর করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া ও এপিক হেলথ কেয়ারের পক্ষে অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) টিএম হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন ইডিইউর উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মু. রকিবুল কবির, প্রক্টর মু. আসাদুজ্জামান, নেটওয়ার্কিং অ্যান্ড প্লেসমেন্ট সেল এর সিনিয়র অ্যাক্সিকিউটিভ তানজিদা আফরিন খন্দকার, এপিক হেলথ কেয়ারের ডিরেক্টর অপারেশন অ্যান্ড সিওও ডা. এনামুল হক, ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) সুমন রঞ্জন ভৌমিক প্রমুখ।
চুক্তি অনুসারে ইডিইউর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রত্যেকে নিজেদের এবং পরিবার তথা বাবা-মা, স্বামী-স্ত্রী ও সন্তানদের জন্য এপিক হেলথ কেয়ারে সব ধরনের প্যাথলজিক্যাল টেস্ট, মাইক্রোবায়োলজি ও হরমোন টেস্ট, ইসিজি, ডিএমডি, ইটিটি, ওপিজি, ডেন্টাল এক্স-রে, এন্ডোসকপি, কলোনোসকপি, ইউএসজি কালার ডপলার, ইমেজিং টেস্ট, ডোপ টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ফিজিওথেরাপিসহ নানা ধরনের টেস্টে বিভিন্ন হারে ছাড় রয়েছে।
এছাড়া বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন: রিপোর্টের হোম ডেলিভারি, অ্যাক্সিকিউটিভ হেলথ চেক আপ, ভেক্সিনেশন, এমপ্লয়িজ হেলথ সারভেইলেন্স ও এম্বুলেন্স সার্ভিসে সুলভ মূল্যে সেবা পাওয়া যাবে। এসব ছাড় পেতে হলে টেস্টের আগেই ইডিইউ কর্তৃপক্ষের লিখিত রেফারেন্সসহ আইডি কার্ড দেখাতে হবে।
ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, করোনাকালে প্রত্যেকের কথা বিবেচনায় স্বাস্থ্যসুরক্ষাসহ নানা ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা আমরা করেছি। এরই ধারাবাহিকতায় এবার এপিক হেলথ কেয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি আমরা। এতে ইডিইউ পরিবারের প্রতিটি সদস্য ও তাদের কাছের মানুষেরা এ কঠিন সময়ে আরো সহজে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।
এপিক হেলথ কেয়ারের পক্ষে অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) টিএম হান্নান বলেন, চট্টগ্রামের উচ্চশিক্ষা অঙ্গনে এক উল্লেখযোগ্য নাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। স্বল্প সময়ে তাদের অগ্রযাত্রা অনুসরণীয়। ইডিইউর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তাদের প্রত্যেক সদস্যকে সাশ্রয়ী খরচে সেবাপ্রদান আমাদের সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
Discussion about this post