খেলাধুলা ডেস্ক
আগামী ৯ এপ্রিল আইপিএলের আসন্ন মৌসুম শুরু হওয়ার কথা। তবে মাঠের লড়াই শুরুর আগে কোভিড-১৯ এর বিপক্ষে লড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এরই মধ্যে একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। এরপর ভারতে হতে যাওয়া এ টুর্নামেন্টের আকাশে শঙ্কার মেঘ জমা হয়। তবে সে সব দুই হাতে সরিয়েছেন সৌরভ গাঙ্গুলি। জানিয়েছেন, নির্দিষ্ট দিনেই শুরু হবে এবারের আইপিএল।
গোটা ভারতজুড়ে করোনাভাইরাস প্রভাব বিস্তার করেছে। শনাক্তের দিন থেকে প্রায় প্রতিদিন ছাড়িয়ে যাচ্ছে পূর্বের রেকর্ডকে। রোববার ভারতে ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এরছাড়াও আইপিএলের ভেন্যুগুলো যেখানে নেওয়া হয়েছে, তার মধ্যে মহারাষ্ট্র আছে সর্বোচ্চ ঝুকিতে।
মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী শুক্রবার রাত আটটা থেকে সোমবার ভোর সাতটা পর্যন্ত সেখানে লকডাউন চলবে। যে কারণে আগামী ১০ এপ্রিলের চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিয়ে প্রশ্ন জমতে থাকে। তবে সকল শঙ্কা উড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ীই আইপিএল হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে সৌরভ বলেন, ‘নির্ধারিত সূচি মেনেই আইপিএল হচ্ছে।’
সভাপতির সুরে সুর মিলিয়ে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, ‘করোনা সংক্রমণটা অবশ্যই চিন্তার কারণ। কিন্তু সে সব মাথায় রেখেই বোর্ড যাবতীয় পদক্ষেপ নিয়েছে। এজন্য নির্দিষ্ট ৬টি ভেন্যু বেছে নেওয়া হয়েছে। জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। তাই মনে হয়, কোনো সমস্যা ছাড়াই প্রতিযোগিতা হবে।’
Discussion about this post