খেলাধুলা ডেস্ক
কলকাতার একাদশে সাকিবের জায়গা পাওয়া নিয়েই যেখানে অনেকে সংশয় প্রকাশ করেছেন, সেখানে সাকিবের পক্ষেই ব্যাটিং করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া কিছুদিন আগেই নিজের মতামত জানানোর সময় বলেছিলেন সুনীল নারাইনের বদলে এবার সাকিবকেই একাদশের যোগ্য মনে করছেন তিনি।
কলকাতার ক্রিকেট বিশ্লেষক এআর শ্রীকান্তও সাকিবের পক্ষেই ব্যাটিং করেছেন। তিনি মন্তব্য করেছেন, কলকাতার আরও তিন জন তারকা ক্রিকেটার নারাইন, ইয়ন মরগান ও আন্দ্রে রাসেলের কাজ একাই সাকিবের পক্ষেও করার ক্ষমতা আছে।
নারাইন ও সাকিবের মধ্যে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সাকিবকেই একাদশে চান হার্শা। কলকাতার একাদশ সম্পর্কে কথা বলার সময় তিনি বলেন, ‘তিনে আমি সাকিবকেই দেখছি। এটা এবার কলকাতার সবচেয়ে বড় বিতর্ক- সাকিব নাকি নারাইনকে খেলানো হবে। নারাইন মূলত বোলার, যে ব্যাট হাতে শুরুতে রান এনে দিতে পারে। কিন্তু সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স দেখুন।’
সাকিবকে তিনে নামালে কলকাতার ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হবে বলে মনে করেন হার্শা। এক্ষেত্রে সাকিবকে সুযোগ করে দেওয়ার জন্য দীনেশ কার্তিক ও ইয়ন মরগানকে নিজেদের স্থান পরিবর্তনের পরামর্শও দিয়েছেন এই ভারতীয় ক্রিকেট বিশ্লেষক। তার ভাষ্যমতে,
‘সাকিব আপনাকে কী দিচ্ছে? তিনে ব্যাট করলে সে চার-পাঁচ-ছয়ে বিধ্বংসী ব্যাটিং অর্ডারে ভারসাম্য এনে দিচ্ছে। তিনে নেমে বিশ্বকাপে দারুণ করেছে। হ্যাঁ, হয়ত টপ অর্ডারে বাঁহাতির ছড়াছড়ি হয়ে যাবে। কিন্তু কার্তিক ও মরগান নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিতে পারে। রাসেল ছয়ে নামল। আমার মতে টুর্নামেন্টে এই ব্যাটিং লাইনআপের শীর্ষ ছয়ই সবচেয়ে শক্তিশালী।’
Discussion about this post