খেলাধুলা ডেস্ক
আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মুখোমুখি সাবেক দুই ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ আর পিএসজি। তবে এই ম্যাচে নেইমারদের মুখোমুখি হওয়ার আগে শীর্ষ তারকাদের পাচ্ছে না বায়ার্ন।
রবার্ট লেভান্ডভস্কি ভুগছেন হাঁটুর চোটে। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে পোল্যান্ডের হয়ে খেলতে গিয়ে এ বিপত্তি বাঁধিয়েছেন বায়ার্ন স্ট্রাইকার। এদিকে নিজেদের মাঠে ম্যাচের ঠিক আগে আরেকটা দুঃসংবাদ নাড়িয়ে দিয়েছে ব্যাভারিয়ানদের। গলাব্যথার কারণে ম্যাচের আগের শেষ অনুশীলন সেশনে ছিলেন না সের্জ গেনাব্রি, পরে জানা গেছে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
দু’জনকে পেলে হয়ত পিএসজির বিপক্ষে ফেভারিট থাকত বায়ার্নই। সেক্ষেত্রে গত আগস্টে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পুনরাবৃত্তি ঘটানোটাকেও খুব সম্ভবই মনে হতো দলটার জন্য।
পিএসজি অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ লড়াই থেকে অনুপ্রেরণা খুঁজতে পারে। লিওনেল মেসির বার্সেলোনাকে যে নেইমার ছাড়াই তারা উড়িয়ে দিয়েছিল সব মিলিয়ে ৫-২ ব্যবধানে। সে ম্যাচকে যদি অনুপ্রেরণা হিসেবে নিতেই পারে দলটি, তাহলে বায়ার্নের বিপক্ষে দারুণ এক লড়াই অপেক্ষা করছে ফুটবল ভক্তদের জন্য।
Discussion about this post