খেলাধুলা ডেস্ক
শ্রীলঙ্কা সফরের দলটা শেষ পর্যন্ত হবে ২০–২১ জনের। দক্ষিণ আফ্রিকা থেকে ডমিঙ্গোর ঢাকায় ফেরার কথা ৯ এপ্রিল রাতে। তার আগে কালই তাঁর সঙ্গে দল নিয়ে আলোচনা করার কথা নির্বাচকদের। ১৬ জনের দল ঠিক করে অপেক্ষায় আছেন মিনহাজুল আবেদীন। অপেক্ষা নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় চলে যাওয়া প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মতামত জানা।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলকে যে রকম কঠোর কোয়ারেন্টিন ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে, শ্রীলঙ্কায় ব্যাপারটা তত কঠোর হবে না বলেই এখন পর্যন্ত জানে সবাই।
মিনহাজুল জানিয়েছেন, ১২ এপ্রিল শ্রীলঙ্কায় গিয়ে তিন দিনের কোয়ারেন্টিন করেই অনুশীলন করতে পারবে বাংলাদেশ দল। ২১ এপ্রিল প্রথম টেস্ট শুরুর আগে ১৫ ও ১৬ এপ্রিল অনুশীলন, এরপর ১৭–১৮ এপ্রিল ক্রিকেটাররা দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন নিজেদের মধ্যে। সে জন্যই আরও কয়েকজনকে দলের সঙ্গে পাঠাতে চান মিনহাজুল, যাঁরা সিরিজের আগে দেশে ফিরে আসবেন।
‘ওরা (শ্রীলঙ্কা) তো আমাদের নেট বোলার দেবে না। প্রস্তুতি ম্যাচেরও ব্যবস্থা করবে না। ছেলেরা নিজেদের মধ্যে একটা দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। সে জন্য ১৬ জনের বাইরে আরও কয়েকজনকে নেওয়া যায় কি না, সেটা নিয়ে কোচের সঙ্গে কথা বলব’—মুঠোফোনে বলেছেন প্রধান নির্বাচক।
ওদিকে কোচ রাসেল ডমিঙ্গো নিজেও আছেন এক আলোচনার কেন্দ্রবিন্দুতে। শ্রীলঙ্কা সফরের পর তিনি আর বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন কি না, আলোচনা সেটা নিয়েই। ডমিঙ্গোর কোচিং সামর্থ্য নিয়ে বিসিবির প্রশ্ন নেই।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটাররাও বিষয়টি ভালোভাবে উপলব্ধি করেছেন বলে খবর। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটারের কথা, ‘সব খেলোয়াড় তো আর এক রকম নয়। কেউ কেউ আছে যাদের একই জিনিস বারবার বলতে হয়, ধাক্কাতে হয়। ডমিঙ্গো সে রকম নন।’
দলের সঙ্গে যাওয়া বিসিবি পরিচালক জালাল ইউনুস ও নির্বাচক হাবিবুল বাশারের মাধ্যমে বোর্ডের কাছে কোচের ব্যাপারে এমন মতামতই দিয়েছেন নেতৃস্থানীয় ক্রিকেটাররা। অবশ্য ভালো মানের কোচ পাওয়া এই বাজারে কতটা কঠিন, সে অভিজ্ঞতা কয়েকবারই হয়েছে বিসিবির। আরেকবার কোচ বদলের পথে যাওয়ার আগে ভাবনায় রাখতে হচ্ছে সেটিও।
২০১৯ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর ডমিঙ্গোর অধীনে তিন সংস্করণ মিলিয়ে ৩০টি ম্যাচ খেলে ১৭টিতেই হেরেছে বাংলাদেশ দল। জয় ১৩টিতে। টেস্টে ৬ ম্যাচ খেলে ১টি জয়, ওয়ানডেতে ৯ ম্যাচে জয় ৬টি এবং টি–টোয়েন্টিতে ১৪ ম্যাচে জয় ৬টিতে।
Discussion about this post