নিজস্ব প্রতিবেদক
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে তিনি এ টিকা নেন। এর আগে তিনি একই কেন্দ্রে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ চমেক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, সারাদেশের ন্যায় এদিন সকাল ৯টা থেকে চট্টগ্রামের ১৪ উপজেলা ও মহানগরের ১৫টি কেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রমও অব্যাহত আছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রথম দফায় চট্টগ্রামে তিন লাখ ৫৬ হাজার ডোজ টিকা আসে। পরে তাদের আরও ৯০ হাজার ডোজ সরবরাহ করা হয়।
চট্টগ্রাম সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. আসিফ খান জানান, এসএমএস প্রাপ্তি সাপেক্ষে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে। তবে এসএমএস না পেলেও প্রথম ডোজ গ্রহণের তারিখ হতে দুই মাস পরের তারিখে দ্বিতীয় ডোজের টিকা নেয়া যাবে।
Discussion about this post