তিনি বলেন, ‘বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। কানাডায় আমার পরিবার সকলেই চিন্তিত। আমি জানি না কী হবে আমার। আপাতত ভালো আছি। আমার ভক্ত এবং যারা আমার গানকে ভালোবাসেন, শ্রদ্ধায় রাখেন তারা দোয়া করবেন।’
তপন চৌধুরী কানাডায় প্রবাস যাপন করলেও গানের টানে বছরের অনেকটা সময় দেশে ছুটে আসেন। এবারে এই করোনা মহামারির দাপটে পরিবারসহ সবার সুরক্ষার কথা চিন্তা করেই কানাডাতে অবস্থান করছিলেন। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে দেশে আসলেও গাওয়ার সুযোগ পাননি তপন চৌধুরী।
তপন চৌধুরী গানে গানে পার করেছেন চার দশক। দীর্ঘ এ যাত্রায় জনপ্রিয় এই শিল্পী সুরের খেয়ায় তুলেছেন মানুষের ভালোবাসা, পুরস্কার ও সম্মাননা।
Discussion about this post