নিজস্ব প্রতিবেদক
দেশের কওমি, আলিয়াসহ সব স্তুরের কত সংখ্যক মাদরাসা আছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের কাছে সেই তথ্য চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন তথ্য চাওয়ার পর সব মাদরাসার তথ্য চেয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ। রোববার (১১ এপ্রিল) এক চিঠিতে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য আগামী ১৩ এপ্রিলের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ দেশের কওমি, আলিয়া ও অন্যান্য সব মাদরাসার তথ্য চায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে। ওইদিনই কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে নির্ধারিত ছকে তথ্য চায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
নির্ধারিত ছকে জেলার নাম মাদরাসার সংখ্যা, শিক্ষক, ছাত্র, ছাত্রীর সংখ্যা চাওয়া হয়েছে। কওমি আলিয়া ও অন্যান্য মাদরাসার তথ্য আলাদাভাবে উল্লেখ করতে হবে ছক অনুযায়ী।
Discussion about this post