খেলাধূলা ডেস্ক
সাম্প্রতিক বছরগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কেন উইলিয়ামসন। নিজেকে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানে পরিণত করেছেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক।
মঙ্গলবার ২০২০-২১ মৌসুমের বার্ষিক অ্যাওয়ার্ডে বিজয়ীদের নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বর্ষসেরার লড়াইয়ে উইলিয়ামসন ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।
তার যোগ্য নেতৃত্বে চার টেস্টের সব জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। চার টেস্টে মাত্র চার ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েই দুটি ডাবল সেঞ্চুরিসহ ১৫৯ গড়ে ৬৩৯ রান করেছেন উইলিয়ামসন। নান্দনিক এমন পারফরম্যান্সের সুবাদে সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি।
এ মৌসুমেই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা তরুণ ব্যাটসম্যান ডেভন কনওয়ে টি-টোয়েন্টির ১১ ইনিংসে ৫৯.১২ গড়ে ৪৭৩ রান করেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২২৫ রান করা এই তারকা ব্যাটসম্যানের হাতে উঠেছে বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টির পুরস্কার।
Discussion about this post