নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম শেষ হচ্ছে । এরপর ২৩ এপ্রিল যোগ্যপ্রার্থীদের ফল প্রকাশ করা হবে। আর ২৪ এপ্রিল থেকে চূড়ান্ত আবেদন কার্যক্রম শুরু করা হবে।
সর্বশেষ কতজন আবেদন করেছেন সে বিষয়ে এখনো তথ্য মেলেনি। তবে গত ১১ এপ্রিল বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রায় তিন লাখ আবেদন জমা পড়েছে বলে জানা যায়। প্রাথমিক আবেদনের সময় আর বাড়ানো হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। তাদের জন্য পূর্ব নির্ধারিত আবেদন ফি ১০০ টাকা বৃদ্ধি করে ৬০০ টাকা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
গত ১ এপ্রিল থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। এ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৯ জুন থেকে। গুচ্ছ ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানার ওয়েবসাইট www.gstadmission.org ও www.gstadmission.ac.bd.
Discussion about this post