খেলাধূলা ডেস্ক
ইউরোপের ফুটবলের টালমাটাল সময়ের মধ্যেই বরখাস্ত হন ইংলিশ ক্লাব টটেনহ্যামের কোচ হোসে মরিনিও। ৫৮ বছর বয়সী কোচকে সরিয়ে তরুণ একজনকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাবটি। মৌসুমের বাকি সময় স্পার্সদের সামলাবেন রায়ান মাসোন। আরও দুই সহকারী কোচ ক্রিস পাওয়েল ও নিগেল গিবসের সঙ্গে দায়িত্ব সামলাবেন রায়ান।
নতুন কোচ নিয়োগের পর টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেন, ‘আমাদের এই প্রতিভাবান স্কোয়াডের প্রতি বিশ্বাস আছে। আমাদের সামনে কাপ ফাইনাল ও প্রিমিয়ার লিগের ছয়টি ম্যাচ বাকি আছে এখন আমরা আমাদের।
এর আগে ঘরোয়া লিগে টানা ব্যর্থতার দায়ে দায়িত্ব দেওয়ার ১৭ মাসের মাথায় মরিনিওকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় টটেনহ্যাম। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচ খেলে ১৪ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে টটেনহ্যাম।
২০১৯ সালে আর্জেন্টাইন কোচ মাওরোসিও পচেত্তিনোকে সরিয়ে ৫৮ বছর বয়সী মরিনিওকে হেড কোচের দায়িত্ব দেয় টটেনহ্যাম। ম্যানচেস্টার সিটির বিপক্ষে কারাবো কাপের ফাইনালে নামার এক সপ্তাহ আগে তাকে বরখাস্ত করে ক্লাবটি। মরিনিওর অধীনে ৮৬ ম্যাচ খেলে ৪৪টিতে জয় পেয়েছে টটেনহ্যাম। তার সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি ছিল টটেনহ্যামের।
Discussion about this post