ক্রীড়া ডেস্ক
সেঞ্চুরি মানেই যেকোনো ব্যাটসম্যানের জন্য বিশেষ কিছু। সেটা যদি হয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তাও আবার টেস্টে। তাহলে তো কথাই নেই। বাধনহারা উল্লাসে নিজের উচ্ছ্বাস প্রকাশ করার কথা ওই ব্যাটসম্যানদের।
অথচ নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে সেঞ্চুরি করেও করলেন না বাড়তি কিছুই। ধনঞ্জয়া ডি সিলভার বলে চার হাঁকিয়ে কেবল হেলমেটটাই খুললেন তিনি। মাথাটা ঝুঁকিয়ে নিচু করলেন গ্যালারির দিকে, তারপর ব্যাটটা উঁচিয়ে ধরলেন খানিকটা।
ব্যস, এতটুকুই। কেন এমন অল্পতেই শেষ করলেন এমন বিশেষ মুহূর্তের উদযাপন, ম্যাচশেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে তিনি জানালেন সেটা। এমন বড় রান করায় খুব বেশি রোমাঞ্চিত হওয়ার কিছুই দেখেন না নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছিল আমি বড় রান করতে পারি। এটাতে (সেঞ্চুরি) খুব বেশি রোমাঞ্চিত হওয়ার কিছু নাই। কালকে আবার ব্যাটিং আছে, যত লম্বা ব্যাটিং করা যায়। সামনে আরও ম্যাচ খেলবো যদি সুযোগ আসে। তাই এটা নিয়ে খুব বেশি রোমাঞ্চিত হওয়ার কিছু নাই।’
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসলেও আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি শান্ত। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। ওই সিরিজেও ভালো করতে পারেননি শান্ত। আগের সিরিজের সঙ্গে এই ইনিংসের পার্থক্য কী?
শান্ত এই বিষয়ে বলেন, ‘আমার কাছে মনে হয় মানসিকভাবে অনেক শান্ত ছিলাম। খুব বেশি চিন্তা করি নাই রান করবো বা রান করতে চাই। ব্যাটিংটা উপভোগ করছি। শুরু থেকে শেষ পর্যন্ত বল দেখেছি আর ব্যাট করছি। কত বল খেললাম বা রান করছি। এটা নিয়ে চিন্তা করি নাই।’
Discussion about this post