খেলাধূলা ডেস্ক
প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৫১২ রান। গতকাল (শুক্রবার) তারা ৩ উইকেটে ২২৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল। শনিবার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি (২৩৪*) তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভা ডাবল সেঞ্চুরির ( ১৫৪*) পথে। চতুর্থ দিন শেষে ক্যান্ডি টেস্টের অবস্থা যখন এমন, তখন কী ভাবছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট?
ম্যাচের যা অবস্থা তাতে করে নিশ্চিত ভাবেই ড্রয়ের দিকে এগুচ্ছে ক্যান্ডি টেস্ট। তাসকিনও তাই মনে করেন, ‘এই টেস্টটা ড্র হওয়ার সুযোগ বেশি। তবে ক্রিকেটে যে কোনওে সময় যে কোনও কিছুই হতে পারে।’
অথচ শনিবার সারাদিনে একটি উইকেটেরও দেখা পায়নি বাংলাদেশের বোলাররা। এই অবস্থায় নিজেদের পঞ্চম দিনের পরিকল্পনা নিয়ে তাসকিন বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে বল করাটাই মুখ্য। ভাল লেংথে বল করা, সারপ্রাইজড বাউন্সার করা, সেগুলো আমরা করছি। কিছু সুযোগও তৈরি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে হয়ত গ্যাপে গেছে বা চার হয়ে গেছে। আমি মনে করি, এটা খুব ভালো ব্যাটিং উইকেট। এখানে আমাদের ধৈর্য ধরে ভালো জায়গায় বল করা ছাড়া তেমন কিছু করার নেই।’
আগামী ২৯ এপ্রিল একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। একই উইকেট হলে বোলারদের করণীয় কী হবে? এমন প্রশ্নে তাসকিন বলেছেন, ‘দ্বিতীয় টেস্টে যদি উইকেটের আচরণ একই থাকে, তাহলে আমাদের বোলারদের আরও হিসেবি হতে হবে। ব্যাটসম্যানের দুর্বলতা বুঝে বেশি ফোকাসড থেকে বল করতে হবে। এছাড়া তেমন কিছু করার নেই।’
Discussion about this post