নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেনি থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য জমা দেয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বৃত্তিপ্রার্থী শিক্ষার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তথ্য জমা দেয়ার সুযোগ পাবেন।
রবিবার সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা মামুন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণের জন্য অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পর্যন্ত সমন্বিত উপবৃত্তির কর্মসূচির সফট্ওয়ারে ৬ষ্ঠ ও ১১ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করেননি তারা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এন্ট্রি করতে পারবেন।
এর আগে উপবৃত্তির জন্য ২৭ এপ্রিল পর্যন্ত তথ্য জমা দেয়ার সুযোগ ছিল শিক্ষার্থীদের। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
Discussion about this post