খেলাধূলা ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৮তম জন্মদিন আজ (বুধবার)।
যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বনানী কবরস্থানে তার সমাধিতে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন এবং তার পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
এছাড়া বিকাল তিনটায় শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ভার্চুয়াল প্লাটফর্মে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
সকল কর্মসূচিতে মন্ত্রণালয়ের সচিব মোঃ আকতার হোসেনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়াও দিবসটি উপলক্ষে গরীব অসহায় দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হবে।
শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
Discussion about this post