শিক্ষার আলো ডেস্ক
করোনাভাইরাসে শিক্ষা সেক্টর বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, এক বছরের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় প্রত্যক্ষভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা সম্ভব হয়নি। প্রাকৃতিক এ বিপর্যয় মেনে নিতেই হবে। প্রস্তুতি নিতে হবে, করোনা সংক্রমণ কমতে থাকলে পর্যায়ক্রমে খুলে দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে ইতিমধ্যে সরকার তারিখ ঘোষণা করেছে। কিন্তু করোনার ঊর্ধ্বগতির সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যায়।
এ সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও পাবলিক পরীক্ষা বিলম্ব হওয়ার কারণ জানান সবার। এ সময়ে শিক্ষার্থীদের সুরক্ষিত থাকতে হবে, পরিবারকেও সুরক্ষিত রাখতে হবে। তাদের দায়িত্ব পরিবারের অনেকের থেকে বেশি। বেঁচে থাকাই এখন বেশি গুরুত্বপূর্ণ ছাত্র-ছাত্রীদের। বাড়িতে সুরক্ষিত থেকে পড়াশোনা করতে হবে।
এই শিক্ষাবিদ বলেন, বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষক কোনো বেতন-ভাতা পান না। তাদের বাঁচিয়ে রাখতে হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। করোনার কারণে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী যাতে ছাঁটাই না হন সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
Discussion about this post