অনলাইন ডেস্ক
ব্রিটেন টিকাদান কর্মসূচিকে জোরদার করতে ফাইজার/বায়োএনটেকের আরো ৬ কোটি ডোজ টিকার অর্ডার করেছে। দেশটি বুধবার এক ঘোষণায় এ কথা বলেছে।
শীতকালে যারা অধিক ঝুঁকিতে থাকে তাদের সুরক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে ঘোষণায় বলা হয়।
এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ভ্যাকসিন আমাদের স্বাধীন জীবন ফিরে পেতে সাহায্য করছে এবং আমাদের উচিত এই প্রক্রিয়াকে রক্ষা করা।
তিনি আরো বলেন, করোনার নতুন ধরনের কারণে তৈরি হওয়া ঝুঁকির মুখে সরকার বছরের শেষ নাগাদ টিকা কর্মসূচি জোরদার করতে কাজ করে যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা আরো ছয় কোটি ডোজ ফাইজারের টিকা নিশ্চিত করছি যা বছরের শেষে আমাদের টিকা কর্মসূচিকে জোরদার করার পাশাপাশি অন্যভাবেও ব্যবহার করা যাবে।
ইউরোপে করোনায় যে কটি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন তার একটি। দেশটিতে করোনায় এক লাখ ২৭ হাজারেরও বেশি লোক মারা গেছে।
যদিও গত ডিসেম্বরেই ব্রিটেন টিকা দেয়ার কাজ শুরু করে। এপর্যন্ত ৩ কোটি ৪০ লাখ প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। দুটি ডোজ গ্রহণ করেছে ১ কোটি ৩৫ লাখ লোক।
উল্লেখ্য, শীত আসার আগে অধিক ঝুঁকিতে থাকা লোকজনকে রক্ষাই জোরদার কর্মসূচির লক্ষ্য।
Discussion about this post