শিক্ষার আলো ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৪২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আগামী ৯ মে এ লিখিত পরীক্ষা অনষ্ঠিত হবে।
আজ রোববার (২ মে) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৫২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা নিয়ে উল্লেখিত কেন্দ্রে বর্ণিত তারিখ, সময় ও আসন বিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
রাজধানীর মোট ১৫টি পরীক্ষা কেন্দ্রে আগামী রোববার (৯ মে) বেলা একটা থেকে তিনটা পর্যন্ত এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রসমূহ:
১. সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা।
২. নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, শুক্রাবাদ (রাসেল স্কয়ার), ঢাকা।
৩.তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা।
৪.তেজগাঁও কলেজ, ১৬ নং ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা।
৫. লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা।
৬. মোহাম্মদপুর মহিলা কলেজ, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা।
৭. হাজী আশ্রাফ আলী হাই স্কুল, ৮৮৪৯, পূর্ব শেওড়াপাড়া,
কাফরুল, ঢাকা।
৮. শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা।
৯. বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, শেরেবাংলা নগর, ঢাকা।
১০. গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর, ঢাকা।
১১. সরকারি রুপনগর মডেল স্কুল এন্ড কলেজ, রূপনগর, আ/এ, রোড-১৬, মিরপুর, ঢাকা।
১২. মোহাম্মদপুর সরকারি কলেজ, সাতমসজিল রোড, ঢাকা।
১৩, আলহাজ মকবুল হোসেন বিশ্বকাল কলেজ, কাদেরাবাদ, হাউজিং, কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা।
১৪. মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বালক শাখা), সেকশন-১১, পল্লবী, ঢাকা।
১৫. মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বালিকা শাখা), সেকশন-১১, পল্লবী, কাকা।
Discussion about this post