নিজস্ব প্রতিবেদক
শিক্ষিত মা ছাড়া কোন জাতি শিক্ষিত হতে পারে না বলে উল্লেখ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রবিবার পাঁচলাইশ ওয়ার্ডে সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য সাবেক জিএস মো. কফিল উদ্দীনের সভাপতিত্বে কলেজ ছাত্রসংসদের জিএস সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আমিনুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি এম খলিলুর রহমান, পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম প্রমুখ।
শিক্ষা উপমন্ত্রী বলেন, উগ্র সাম্প্রদায়িক অপশক্তি চক্রের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে। তারা কথায় কথায় নারী শিক্ষার বিরুদ্ধে কথা বলে।
তিনি বলেন, শিক্ষিত মা ছাড়া শিক্ষিত জাতি হয় না। আর সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী শিক্ষা অবৈতনিক করেছেন নারীদের উন্নয়ন অগ্রগতির স্বার্থে সব পদক্ষেপ নিয়েছেন। নারী শিক্ষার উন্নয়ন হয়েছে বলেই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বেড়ে চলছে।
Discussion about this post