নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. কাজী মুজিবুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) শিক্ষক ছিলেন।
শুক্রবার (৭ মে) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বা’দ আসর বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ১৬ এপ্রিল অবস্থার অবনতি হলে করোনা আক্রান্ত কাজী মুজিবুর রহমান এবং তার স্ত্রীকে বেটার লাইফ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৩০ এপ্রিল অবস্থার আরও অবনতি হওয়ায় একই হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয় অধ্যাপক কাজী মুজিবুর রহমানকে।
কাজী মুজিবুর রহমান ১৯৮৩ সালে বুয়েট থেকে গ্রাজুয়েশন শেষে ১৯৮৪ সালে লেকচারার হিসেবে বুয়েটের ইইই ডিপার্টমেন্টে যোগদান করেন। তিনি ২০১৪ থেকে অধ্যাপক হন এবং এত বছর ধরে নিষ্ঠা ও গৌরবের সাথে শিক্ষকতা করছিলেন।
Discussion about this post