নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। চলমান করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
শুক্রবার (৭ মে) সকালে ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘করোনা ভাইরাস (কোভিড-১৯) উদ্ভুত পরিস্থিতি ও লকডাউন বিবেচনা করে আসন্ন ঈদ-উল-ফিতরের ছুটিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অতিজরুরি প্রয়োজন এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের ঈদ-উল-ফিতরের অনুমোদিত ছুটি প্রয়োজনে কমিয়ে আনা হতে পারে।’’
Discussion about this post