নিজস্ব প্রতিবেদক
চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর পক্ষে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।
শনিবার (৮ মে) দুপুরে ভর্তি পরীক্ষা নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, করোনা পরিস্থিতির কারণে আমাদের পূর্ব ঘোষিত তারিখে ভর্তি পরীক্ষা আয়োজন করা কঠিন। পরীক্ষা সংক্রান্ত অনেক কাজ থাকে, লকডাউন থাকায় সেগুলো করা সম্ভব হয়নি। এই অবস্থায় আমি ব্যাক্তিগতভাবে মনে করি পরীক্ষা পেছানো উচিত।
বুয়েট উপাচার্য আরও বলেন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। লকডাউন থাকায় এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সুপারিশকৃত সিদ্ধান্ত আমাদের একাডেমিক কাউন্সিলে আসে। এর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। লকডাউন শেষ হওয়ার পর একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষা পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
Discussion about this post