নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে শুক্রবার (৭ মে)।
৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৯২ হাজার ৭৯২ জন। এ হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ৪০ জন ভর্তিইচ্ছু শিক্ষার্থী।
চবির আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শুক্রবার আবেদন শেষ হয়েছে। এবার ‘এ‘ ইউনিটে ৭০ হাজার ২০৭টি, ‘বি’ ইউনিটে ৪৫ হাজার ৭৯২টি, ‘বি-১’ ইউনিটে ৩ হাজার ৪১৫টি, ‘সি’ ইউনিটে ১৪ হাজার ২৭১টি, ‘ডি’ ইউনিটে ৫৭ হাজার ৮৯টি, ‘ডি-১’ ইউনিটে ৫ হাজার ১৮টি আবেদন জমা হয়েছে।
চবির ভর্তি পরীক্ষা ৩ ধাপে আগামী ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিটে, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিটে, ২৮ ও ২৯ জুন ‘এ‘ ইউনিটে, ৩০ জুন ‘সি’ ইউনিটে এবং ১জুলাই ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয় ভর্তি আবেদন। বিশ্ববিদ্যালয়ের ডিনস ও ভর্তি পরীক্ষা কমিটির সভায় গত ২৮ এপ্রিল ভর্তির আবেদনের সময় এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর আগে ৩০ এপ্রিল ভর্তি পরীক্ষায় আবেদনের নির্ধারিত সময় ছিল।
এদিকে, গত ৫ এপ্রিল থেকে চবিতে ভর্তির আবেদন শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে ১২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়।
Discussion about this post