স্কুল ও কলেজের ৯৫৪ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। এঁদের মধ্যে স্কুলের ৬৭১ জন এবং কলেজের ২৮৩ জন। সোমবার (১৫ মে) শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় তাদের উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।
অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ২৮৩ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫২ জন, চট্টগ্রাম অঞ্চলের ২৬ জন, কুমিল্লার ৪৫ জন, ঢাকার ৪৪ জন, খুলনা অঞ্চলের ২৮ জন, ময়মনসিংহ অঞ্চলের ৪৩ জন, রাজশাহীর ৮ জন, রংপুর অঞ্চলের ২৯ জন এবং সিলেটর ৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
Discussion about this post