খেলাধূলা ডেস্ক
তিন বছর আগে প্রামাণ্যচিত্রের মাধ্যমে ভারতের দুটি টেস্ট ম্যাচকে পাতানো বলে দাবি করেছিল, আল জাজিরা। দীর্ঘ তদন্তের পর আইসিসি জানিয়ে দিয়েছে যে, অভিযোগের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
২০১৮ সালে ‘ক্রিকেটস ম্যাচ ফিক্সার্স’ নামে দুটি প্রামাণ্যচিত্র তৈরি করেছিল আল জাজিরা। সেখানে দাবি করা হয়, চেন্নাইয়ে ২০১৬ সালে খেলা ভারত-ইংল্যান্ড টেস্ট ও ২০১৭ সালে রাঁচিতে খেলা ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচটি পাতানো ছিল।এর পরই শুরু হয় তদন্ত। আইসিসি তদন্তের জন্য বাজি ও ক্রিকেট বিশেষজ্ঞদের যুক্ত করেছিল। তারা বলেছেন, খেলার যেসব বিষয়গুলো সেখানে উত্থাপন করা হয়েছে সেগুলো অনুমিত। ফলে পাতানোর বিষয়টি পুরোপুরি অযৌক্তিক।
Discussion about this post