খেলাধূলা ডেস্ক
এমবাপ্পের নৈপুণ্যে মোনাকোকে ফরাসি কাপের ফাইনালে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। ফরাসি কাপে পিএসজির এটি টানা দ্বিতীয় ও মোট চতুর্দশ শিরোপা।
চোট ও নিষেধাজ্ঞার জন্য পূর্ণ শক্তির দল পাননি পচেত্তিনো। কার্ডের খড়গে কাটা পড়েন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। তার অনুপস্থিতিতে সৃজনশীলতার অভাব স্পষ্ট ছিল পিএসজির খেলায়।
১৯তম মিনিটে প্রতিপক্ষের আকসেল দিসাসির মারাত্মক ভুলে এগিয়ে যায় পিএসজি। মোনাকোর ডি-বক্সের মুখে মুহূর্তের অমনোযোগীতায় এমবাপ্পের কাছে বল হারান এই ডিফেন্ডার। গোলে শট না নিয়ে এই ফরাসি ফরোয়ার্ড খুঁজে নেন অরক্ষিত ইকার্দিকে। বাকিটা অনায়াসে সারেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
বিরতির পর ৮১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আনহেল দি মারিয়ার ডিফেন্স চেরা পাস পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি।
Discussion about this post