নিজস্ব প্রতিবেদক
এনটিআরসিএর চেয়ারম্যানের দায়িত্ব ছেড়েছেন অতিরিক্ত সচিব আশরাফ উদ্দিন। তাকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন কর্মস্থলে যোগ দেয়ার উদ্দেশ্যে সোমবার (২৪ মে) বিকেলে এনটিআরসিএ চেয়ারম্যানের দায়িত্ব ছেড়েছেন তিনি। এনটিআরসিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে এনটিআরসিএর নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন অতিরিক্ত সচিব মো. এনামুল কাদের খান। তবে, সোমবার বিকেল পর্যন্ত তিনি যোগদান করেননি।
বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএ সূত্র জানান, আশরাফ উদ্দিন এনটিআরসিএ চেয়ারম্যানের দায়িত্ব ছেড়েছেন। তবে, নতুন চেয়ারম্যান মো. এনামুল কাদের খান এখনো এনটিআরসিএতে যোগদান করেননি। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে যোগদানের পর এনডোর্স নিয়ে এনটিআরসিএতে যোগ দেবেন।
গত ১৪ ডিসেম্বর অতিরিক্ত সচিব আশরাফ উদ্দিনকে এনটিআরসিএর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছিল। সে মাসের শেষ দিকে তিনি এনটিআরসিএর দায়িত্ব নিয়েছিলেন। গত ২২ এপ্রিল জারি করা এক আদেশে তাকে, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে গত ৩ মে জারি করা অপর এক আদেশে, অতিরিক্ত সচিব মো. এনামুল কাদের খানকে এনটিআরসিএর চেয়ারম্যান পদে পদায়ন দেয়া হয়।
অতিরিক্ত সচিব আশরাফ উদ্দিন দায়িত্ব নেয়ার পর নিবন্ধিত প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান করেছেন। তিনি ৫৪ হাজারের বেশি শিক্ষক পদে ৩য় দফায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন। এ নিয়োগের আবেদন গ্রহণ শেষ হয়েছে।
Discussion about this post