খেলাধূলা ডেস্ক
চলতি আগস্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়ার দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। জানা গেছে,আরও দুটি ম্যাচ বাড়িয়ে সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে রাজি হয়েছে অসিরা।
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান এই তথ্য জানিয়েছেন।
আকরাম খান বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজে তিনটির বদলে পাঁচটি ম্যাচ খেলতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। আট/নয় দিনের মধ্যে শেষ হবে এই সিরিজ।’
অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ভালো মতো সারতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো ম্যাচ বাড়িয়েছে বাংলাদেশ।
অর্থাৎ আগস্টে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
একই লক্ষ্যে জিম্বাবুয়েতে একটি টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, জুনে জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট বাদ দিয়ে বাংলাদেশ তার বদলে একটি অতিরিক্ত টি-টোয়েন্টি খেলবে। অর্থাৎ জিম্বাবুয়ে সফরে একটিমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর তিনটি করে ওডিআই ও টি -টোয়েন্টি। এর দেশে ফিরেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুতিটা ভালোভাবে সারতে চাই।’
অবশ্য, তার আগে আগস্ট ও অক্টোবরের মাঝামাঝিতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলার কথা বাংলাদেশের।
প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া কথা ভারতে। তবে করোনা মহামারির সংক্রমণ এড়াতে বৈশ্বিক টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে। কারণ করোনায় মৃত্যুপুরীতে পরিণত ভারতে দেশটির জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল স্থগিত হয়ে গেছে।
Discussion about this post