নিজস্ব প্রতিবেদক
আগামী জুন মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরেই বিভিন্ন বর্ষের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তার আগে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে কমপক্ষে দুই সপ্তাহের ক্লাস রিভিউ।
তবে তা কোন নিয়মে নেয়া হবে তা এখনও চুড়ান্ত হয়নি, বিভাগীয় চেয়ারম্যানদের সাথে কথা বলে চূড়ান্ত করা হবে। বুধবার (২৬ মে) মুঠোফোনে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দ্বায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলা হোক এটা আমরা সবসময়ই চাই। এখনতো করোনার প্রকট বেড়ে গেছে। সেজন্য আমরা জুনের শেষে একটা সম্ভাব্য সময় নির্ধারণ করেছি। বিভাগের চেয়ারম্যানদের সাথে সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্লাসতো অনলাইনে হয়েছে অনেক। পরীক্ষাটা না হলেতো এটার আর রেজাল্ট হলো না। সেজন্য আপাতত আমরা অনলাইন ক্লাস এবং ইন-পার্সন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আগের উপাচার্যের সময় সিদ্ধান্ত ছিলো যখনই বিশ্ববিদ্যালয় খুলবে দুই সমাপ্ত রিভিউ ক্লাস নেয়া হবে। প্রত্যেক ব্যাচ ভিত্তিক ক্লাস নিতে হবে। না হলে ছেলেমেয়েরা কিভাবে পরীক্ষা দিবে। স্বাস্থ্যবিধি মেনে ভাগ ভাগ করে এইসব রিভিউ ক্লাস নেওয়া হবে।
Discussion about this post