নিজস্ব প্রতিবেদক
করোনার কারণে পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি না হলে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে চলতি বছরের জেএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এক প্রশ্নের জবাবে বুধবার ( ২৬মে) এ তথ্য জানান তিনি।
এদিকে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একইসাথে একমাস বন্ধ থাকার পর আবারও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে।
গতবছরের মত এ বছরও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। গত ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে। পরে লকডাউন ঘোষণার কারণে তা স্থগিত করা হয়। তা আবার শুরু করার নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। এ পরিস্থিতিতে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করলো শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, গতবছরের মতই ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ দেয়া হচ্ছে। প্রতি সপ্তাহ শুরুর আগেই শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুর্নবিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর।
Discussion about this post