নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল স্বাস্থ্য বিধি মেনে খুলে স্বশরীরে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ বলেন, জুন মাসের ১৫ তারিখের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে হল খুলে পর্যায়ক্রমে স্বশরীরে শিক্ষার্থীদের পরীক্ষা যাতে নেওয়া হয় তা উপাচার্যের সঙ্গে আলোচনা করব। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় বন্ধের সরকারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জন্য উপাচার্য যাতে সরকারের সঙ্গে যোগাযোগ করে তার অনুরোধ করব।
তবে সশরীরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, অনলাইন পরীক্ষা একটা আপদকালীন ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় খুলে ক্লাসে সশরীরে পরীক্ষা নেওয়া মঙ্গলজনক। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পায়, সেজন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আশা করি মন্ত্রণালয় আমাদের ডাকে সাড়া দেবে। টিকা নিশ্চিত হলেই আমরা সশরীরে পরীক্ষা নেওয়া শুরু করবো।
Discussion about this post