নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের টিকা পাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও । এজন্য মন্ত্রণালয় থেকে চাওয়া হয়েছে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য।
বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। আমাদের কাছে ১৬,৮০০ শিক্ষার্থীর সব তথ্যই আছে, শুধু এনআইডি নম্বর নেই। আইটি দপ্তরে বলা হয়েছে শিক্ষার্থীদের এনআইডি নম্বরের তালিকা করার জন্য, শিগগিরই এ ব্যাপারে নোটিশ দেওয়া হবে।
তিনি আরও জানান, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি টিকা পান, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অবশ্যই টিকা পাবেন।
Discussion about this post