নিজস্ব প্রতিবেদক
করোনার কারণে আটকে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের একাডেমিক পরীক্ষাগুলো সশরীরে নাকি অনলাইনে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী ১৫ জুনের মধ্যে। আজ শুক্রবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১৫ জুনের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা হবে। এতে সভায় সশরীরে নাকি অনলাইনে, অনলাইনে হলে কীভাবে বা সশরীরে হলে কীভাবে পরীক্ষা নেয়া হবে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, পরীক্ষাগুলো আমরা সশরীরে নেয়ার বিষয়েই চিন্তা ভাবনা করছি।
অনলাইন পরীক্ষা নিয়ে বলেন, এভাবে পরীক্ষা নেয়ার মতো ওই ধরনের সক্ষমতা আমাদের দেশে এখনো তৈরি হয়নি। তবে একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
চবির একডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মনোয়ার আলী বলেন, পরীক্ষার ব্যাপারে বিভিন্ন বিভাগে চিঠি দেয়া হয়েছে। বিভাগগুলো আগামী ৩ তারিখের মধ্যে পরীক্ষার ব্যাপারে সুপারিশমালা ডিন অফিসে প্রেরণ করবে। পরে বিভাগের সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত অনুষদের সভায় এই সুপারিশ পর্যালোচনা করে ৯ জুনের মধ্যে আমাদের কাছে দিলে আমরা একাডেমিক কাউন্সিলে দিবো। কাউন্সিল এটা অনুমোদন করলে ওই পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে।
Discussion about this post