নিজস্ব প্রতিবেদক
ইউসিটিসি (ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং)-এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, কবি, লেখক ও গবেষক মো. জিয়াউল হক-এর একটি গবেষণা প্রবন্ধ,The Nature of Love: Sydney Carton in Dickens’ “A Tale of Two Cities” and Jay Gatsby in Fitzgerald’s “The Great Gatsby” আমেরিকার বিখ্যাত World Journal of Education and Humanities-এ প্রকাশিত হয়েছে।
জার্নালটির সম্পাদক হচ্ছেন আমেরিকার নাগরিক ফিব বেকার। এছাড়াও সম্পাদকীয় সদস্য হিসেবে আছেন ভারত, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, মিশর, ব্রাজিল, তুর্কি, ফিনল্যান্ড সহ আরও অনেক দেশের জ্ঞানী গুণীজন । জার্নালটিতে গবেষণা প্রবন্ধ পাঠানোর পর বেশ কিছু প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচাই বাছাইয়ের কাজটি করা হয়। কাজেই এমন একটি আন্তর্জাতিক জার্নালে মো. জিয়াউল হক এর আর্টিকেল প্রকাশিত হওয়াটা বেশ সম্মানজনক এবং গর্বের বিষয় ।
তাঁর এই অনন্য অর্জনে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং-এর সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা নিরন্তর শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একই জার্নালে কয়েক মাস পূর্বে মো. জিয়াউল হক এর আরও একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্যেই নিজেকে আবদ্ধ করে রাখেননি।
বেশ কয়েক মাস আগে তিনি বিশ্বরেকর্ড উদ্যোগের স্বীকৃতিস্বরূপ কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা প্রকাশের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) কর্তৃক বিশ্বরেকর্ড পুরস্কার অর্জন করেন।
শিক্ষকতার পাশাপাশি মো. জিয়াউল হক বাংলা ও ইংরেজিতে গান, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, অনুবাদ, নাটক, ইত্যাদি লেখালেখির মাঝে নিজেকে মগ্ন রাখতে বেশ সাচ্ছন্দ বোধ করেন। দেশে-বিদেশে তার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। তাঁর লেখনীর অন্যতম প্রধান বৈশিষ্ট হচ্ছে সৃষ্টিশীলতা এবং স্বকীয়তা, যার ফলে তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের সংখ্যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিদ্যমান।
Discussion about this post