নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসন্ন বাজেটে শিক্ষাখাতে বৈষম্য নিরসণ, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে।
সোমবার (৩১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
আর লিখিত এই বক্তব্যে বলা হয়, ২০২০-২০২১ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে ২৪ হাজার ৯৪০ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা খাতে বরাদ্দ ছিল ৮ হাজার ৩৪৪ কোটি টাকা। যা মোট বাজেটের ১১ দশমিক ৬৯ শতাংশ। যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ ছিল সেখানে কারিগরি ও মাদরাসায় ২টি বিভাগে বরাদ্দ ছিল মাত্র ৮ হাজার ৩৪৪ কোটি টাকা। যে কারণে মাদরাসা শিক্ষায় তেমন কোনো উন্নতি করা যায়নি। এমনকি ২০২০ সালে জারি হওয়া মাদরাসার নতুন সংশোধিত নীতিমালাও বাস্তবায়ন সম্ভব হয়নি। এজন্য আসন্ন বাজেটে কারিগরি ও মাদরাসা বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা করা হওয়া উচিত।
Discussion about this post