আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাজ্যে। দেশটির এক বিজ্ঞানী এ বিষয়ে সতর্ক করেছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাভি গুপ্তা বলেন, যদিও নতুন সংক্রমণ তুলনামূলকভাবে কম তবে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ছে।
করোনার বি.১.৬১৭.২ ধরনটি গত অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হওয়ায় এটি ভারতীয় ধরন হিসেবেই বেশি পরিচিত। ভাইরাসের এই পরিবর্তিত রূপটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম। ফলে সংক্রমণের গতি বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি এবং মৃত্যুর পেছনে এই ধরনটিই দায়ী বলে ধারণা করা হয়।
এদিকে, টানা পাঁচদিন ধরেই যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ তিন হাজারের বেশি লক্ষ্য করা যাচ্ছে।গত ২৪ ঘণ্টায়ও দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে তিন হাজারের বেশি মানুষ।
ব্রিটেনে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে কীনা এ সম্পর্কে অধ্যাপক গুপ্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অবশ্যই তাৎপর্যপূর্ণভাবে নতুন সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং তিন চতুর্থাংশ নতুন (ভারতীয়) ধরন।
ইতোমধ্যেই ব্রিটেনে বহু মানুষ ভ্যাকসিন নিয়েছেন। ফলে বহু মানুষ সংক্রমণ থেকে বাঁচবেন বলে আশা প্রকাশ করেছেন অধ্যাপক গুপ্তা। ইতোমধ্যেই ব্রিটেনে আড়াই কোটির বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে।
Discussion about this post