মাথায় লাল পাগড়ি, গায়ে পাঞ্জাবি ও বিশেষ কোটি। হাতে রাইফেল! এমন বেশে সবাইকে চমকে দিলে চিত্রনায়ক নিরব হোসেন।
এটি ডায়েল রহমান পরিচালিত ‘তিতুমীর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। রোববার (১৫ মার্চ) পোস্টারটি প্রকাশ পেয়েছে। সিনেমাটিতে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বাঙালি বিপ্লবী বীর তিতুমীরের চরিত্রে দেখা যাবে নিরবকে।
এ প্রসঙ্গে চিত্রনায়ক নিরব বলেন, তিতুমীর চরিত্রে অভিনয় করাটা আমার জন্য সত্যি ভাগ্যের ব্যাপার। বিপ্লবী বীরকে পর্দায় সঠিকভাবে তুলে ধরে অনেক পড়াশোনা করছি। নিজেকে প্রস্তুত করতে অনেক সময় দিচ্ছি। সবার ভালোবাসা পেলে সুন্দরভাবে তিতুমীরকে পর্দায় তুলে ধরতে পারবো বলে আমার বিশ্বাস।
গত ২ ফেব্রুয়ারি ‘তিতুমীর’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নিরব। চলতি বছরের এপ্রিল, জুন ও জুলাইতে সিনেমাটির শুটিং হবার কথা রয়েছে। ঢাকা ও কলকাতা মিলিয়ে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে পরিচালকের। এর চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। তবে সিনেমায় নিরবের নায়িকা এখনো চূড়ান্ত হয়নি।
‘তিতুমীর’ নিহত হন ১৮৩১ সালে। তৎকালীন প্রজাদের তিনি ইউরোপীয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ এবং ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে ‘বাঁশের কেল্লা’ তৈরি করে বিখ্যাত হন তিনি। ব্রিটিশ সৈন্যদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন বীর এই যোদ্ধা।
Discussion about this post