বিনোদন ডেস্ক
কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম কোন সিনেমা বিশ্বের মর্যাদাকর কান চলচ্চিত্র উৎসবে মনোনীত হলো।
ইতিহাস গড়া এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। কানের এই ঘোষণার পর তিনি জানান, দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় তিনি গর্বিত।
অন্যদিকে নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশের নির্মাতারা। অমিতাভ রেজা চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘কী দারুণ খবর। ভালোবাসা রইলো সাদ। ’ তার স্ট্যাটাস শেয়ার দিয়েছেন নির্মাতা আদনান আল রাজীব।
নূহাশ হুমায়ূন লিখেছেন, ‘বাংলা ভাষার ছবির জন্য এটি অবিস্মরণীয় খবর। এমন চমৎকার ব্যাপারের জন্য বাংলাদেশি হিসেবে বেশ গর্ব হচ্ছে। ’
আশফাক নিপুণের কথায়, ‘বাংলাদেশি চলচ্চিত্র ও বাংলাদেশের জন্য কী অসাধারণ দিন! নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় ছবি ‘রেহানা মরিয়ম নূর’ কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে। কান উৎসবের গুরুত্বপূর্ণ দুটি প্রতিযোগিতা বিভাগের মধ্যে আঁ সার্তে রিগার একটি। বাংলাদেশি কোনো ছবি এবারই প্রথম এতে স্থান পেলো। সাদ ও তার ছবির সদস্যদের জন্য অনেক অভিনন্দন। আপনারা আমাদের গর্বিত করেছেন। ’
Discussion about this post