অনলাইন ডেস্ক
আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কম্পিউটার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেয়ার পাশাপাশি বেশ কিছু কম্পিউটার যন্ত্রাংশের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে।
এতে করে দেশে উৎপাদিত কম্পিউটারের দাম কমবে। একইভাবে ব্র্যান্ড পিসির তুলনায় একই মানের ক্লোন পিসি’র দাম কমতে পারে।
পাশাপাশি মোবাইলের মতো বাংলাদেশেই আন্তর্জাতিক ব্র্যান্ডের কম্পিউটার ও ল্যাপটপ তৈরির কারখানা স্থাপনের সুযোগ তৈরি হলো।
কেননা প্রস্তাবিত বাজেটে স্থানীয়ভাবে কম্পিউটার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বা উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেয়া হয়েছে। কম্পিউটার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সমূহ হলো, কপার ওয়ার; জাম্পার ওয়্যার, এলুমিনিয়াম ফয়েল, সোল্ডার টিনবার, সোল্ডারিং ওয়ার, সোল্ডার লিডবার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আনএক্সপোজড ফটো সেনসিটিভ হ্যান্ড ইমুলসন ফিল্ম, এইচএএসএল ফ্লাক্স, সোল্ডার পেস্ট,সোল্ডারিং ফ্লাক্স, সোল্ডারিং ক্লিনার,রিডিউসার (প্রিন্টিং ইনক্রিজ রিডিউসার), সিরামিক ডায়া এলেক্ট্রিক সিঙ্গেল লেয়ার ক্যাপাসিটর, সেরামিক ডায়াএলেক্ট্রিক মাল্টি লেয়ার ক্যাপাসিটর এবং অ্যাল্যুমিনিয়াম ইলেকট্রিক ক্যাপাসিটরের আমদানিতে রেয়াতি সুবিধা দেয়া হয়েছে।
অপরদিকে বাজেটে কম্পিউটার বা ল্যাপটপ তৈরির উপকরণ, বিশেষ করে র্যাম, পিসিবিএ/মাদারবার্ড, এসএসডি, হার্ড ডিস্ক ড্রাইভ, লোডেড পিসিবি, ইউএসবি ক্যাবলের মতো প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল।
বৃহস্পতিবার দেয়া বাজেট বক্তৃতায় কম্পিউটার উৎপাদক পর্যায়ে সুবিধা দিতে ‘মেড ইন বাংলাদেশ’ ব্যান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত পণ্যে ১০ বছর কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
Discussion about this post