আন্তর্জাতিক ডেস্ক
বাহরাইনে সাময়িক সময়ের জন্য চারটি মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব মসজিদে করোনার বিধি-নিষেধ সঠিকভাবে পালন করা হয়নি বলে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর খালিজ টাইমসের।
কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি কয়েকজনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ বেশ কয়েকটি মসজিদ সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে।
এসব মসজিদে নামাজ পরতে আসা বেশ কয়েকজনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর মেডিকেল টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কন্টাক্ট ট্রেসিং এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা এবং মসজিদগুলোতে সতর্কতামূলক ব্যবস্থাগুলো যেন সঠিকভাবে অনুসরণ করা হয় সেজন্যই মসজিদগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থাগুলো কঠোরভাবে মেনে চলার বিষয়টি নিশ্চিত করেছে আইন মন্ত্রণালয় ও ইসলামি বিষয়ক মন্ত্রণালয়। মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ জোর দেয়া হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বাহরাইনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ১৫০। এর মধ্যে মারা গেছে ১ হাজার ৬৯ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ২১ হাজার ৫০৮ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজার ৫৭৩। এছাড়া গুরুতর অবস্থায় রয়েছে ৩১৯ জন।
Discussion about this post