নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন । শনিবার (৫ জুন) বিভাগের সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. কাবেরী গায়েন তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
আগামী তিন বছর তিনি এই পদে দ্বায়িত্ব পালন করবেন অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে বলা বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর অন্তর্ভুক্ত প্রথম স্ট্যাটিউটস এর ৪৩(১) ধারা অনুযায়ী উপাচার্য মহোদয় তাকে ৫ জুন থেকে আগামী তিন বৎসরের জন্য প্রচলিত শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ শিক্ষক প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। গত ২ মে তিনি রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পান।
Discussion about this post