বিনোদন ডেস্ক
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উন্মাদনা ছিল রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষকে ঘিরে। তবে তাদের মধ্যে একমাত্র রাজ চক্রবর্তীই ব্যারাকপুর থেকে জয় পেয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সাংস্কৃতিক সেলের প্রধানের পদ দিয়েছেন বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তীকে।
বিজেপির হেভিওয়েট নেতা (তৃণমূলের প্রাক্তন) অর্জুন সিং-এর এলাকায় জয় হাসিল করা রাজের জন্য সহজ কাজ ছিল না। ভোটের নমিনেশন জমা দেওয়ার পর থেকে ওই অঞ্চলেই ছিলেন তিনি। তাই অনেকেই ভেবেছিল মমতার মন্ত্রীসভায় জায়গা হবে রাজের। কিন্তু, তা হয়নি দেখে চমকে গিয়েছিলেন সকলে। রাজের অনুরাগীদের সেই ক্ষোভ পুষিয়ে দিলেন মমতা।
রাজ বর্তমানে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির দায়িত্বে রয়েছেন। সাংস্কৃতিক মহলে তার যোগযোগ সকলেরই জানা। তাই মূলত এই পদে বসানো হয়েছে রাজকে। সঙ্গে, তিনি যেভাবে করোনার সময় ব্যারাকপুরের মানুষের পাশে থেকে কাজ করছেন, খুলেছেন কোভিড হাসপাতাল। বিতরণ করছেন মাস্ক, স্যানেটাইজার তা মন ছুঁয়ে গেছে সকলের। বোঝা যাচ্ছে, নতুন রাজনীতির ময়দানে পা রাখা এই অনভিজ্ঞ মানুষটাই কয়েক গোল দিয়েছেন দুঁদে রাজনীতিবিদদের।
Discussion about this post