নিজস্ব প্রতিবেদক
ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের প্রাইভেটে ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে আগামী ১০ জুনের মধ্যে আবেদন করতে হবে।
১১ থেকে ১৬ জুন পর্যন্ত প্রাইভেট পরীক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করা হবে। আর পরীক্ষার্থীদের অনলাইন তালিকা ও মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের মধ্যেমে সত্যায়িত করে ১৭ জুনের মধ্যে ঢাকা বোর্ডে জমা দিতে হবে।
জানা গেছে, ঢাকা বোর্ডের ১৭টি কলেজ ও আবুধাবির একটি কলেজ থেকে প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। ২০১৬ খ্রিষ্টাব্দ বা এর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর শুধু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ খ্রিষ্টাব্দ বা তার আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা এ পরীক্ষায় প্রাইভেটে অংশ নিতে পারবে।
জানা গেছে, প্রাইভেট পরীক্ষার্থীদের ২ জুন থেকে ১০ জুনের মধ্যে কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। ১০০ টাকা তালিকাভুক্তি ফি দিয়ে ১১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। পূরণকৃত অনলাইন তালিকা এবং মাধ্যমিক পরীক্ষার মূল নম্বর পত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করে ১৭ জুনের মধ্যে বোর্ডে জমি দিতে হবে। মূলনম্বর পত্র তালিকার ক্রমানুসারে সাজিয়ে বোর্ডে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী তুলে ধরা হয়েছে। শিক্ষার আলোর সম্মানিত পাঠকরা সংশোধিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন-
Discussion about this post