চট্টগ্রাম: ৩০ টাকার মাস্কের দাম ৪০ টাকা নেওয়ায় আন্দরকিল্লার তাজ সায়েন্টিফিকের নামে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরকে অভিযোগ দিয়েছিলেন ক্রেতা।
বুধবার (১৮ মার্চ) এ অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। অভিযোগকারী পাচ্ছেন জরিমানার ২৫ শতাংশ হিসেবে, আড়াই হাজার টাকা।
এ ছাড়া ওআর নিজাম রোডের লাজ ফার্মাকে স্যানিটাইজারের প্রকৃত মজুদ ও কম্পিউটারে প্রদর্শিত মজুদে গড়মিল, অনিবন্ধিত ওষুধ ও মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রির জন্য সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।
অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করে এপিবিএন, ৯ এর সদস্যরা।
Discussion about this post