আজ রবিবার(৬ জুন) সকালে এমপি হোস্টেলের অফিস কক্ষে আকলিমার ল্যাপটপটি জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের হাতে তুলে দেন।
অপরদিকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ এর জামালপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সুমনের মাধ্যমে লিপনের কাছে ল্যাপটপ পৌঁছে দেন।
এই উপাহার প্রদানের পাশাপাশি জামালপুরে এ বছরেই একটি হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু এবং প্রতিটি উপজেলায় একটি করে ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট সেন্টার (ডিসেপ) স্থাপন করার সুখবর জানান প্রতিমন্ত্রী। জামালপুর ছাড়াও দেশজুগে ৬৪ জেলায় ৫৫০টি ডিসেপ স্থাপন করা হবে বলেও জানান তিনি।
এসময় পলক বলেন, দেশজুড়ে তরুণ প্রজন্মের কর্মসংস্থান করার অভিপ্রায়ে গত
১২ বছরে প্রযুক্তি দক্ষতা অর্জনের মাধ্যমে ১৫ লাখ তরুণের কর্মসংস্থান সৃষ্টি করেছে আইসিটি বিভাগ।
তিনি আরো বলেন, আগামীতে ৬৪ জেলায় বিশেষভাবে সক্ষমদের প্রশিক্ষণ দেয়ার পর তাদের হাতে ৬৪০টি ল্যাপটপ তুলে দেয়া হবে এছাড়াও ৪ হাজার ফ্রিল্যান্সারদেরকে এই উপহার দেয়া হবে।
Discussion about this post