আন্তর্জাতিক ডেস্ক
আগামী ১৬ জুন জেনেভায় দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । তথ্যটি পুরোনো হলেও নতুন ঘটনা হচ্ছে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাইবার হামলা।
বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর র্যানসমওয়্যারসহ বিভিন্ন সাইবার আক্রমণ বন্ধকে আলোচনায় প্রাধান্য দেবেন বাইডেন। বৈঠকে পুতিনকে এ বিষয়ে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি।
বুধবার হোয়াইট হাউস থেকে এই বার্তা দেয়ার পর শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়াকে র্যানসমওয়্যারের স্বর্গরাজ্য বলে মন্তব্য করেছেন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে।
তাৎক্ষিণিক এই মন্তব্যকে “আবেগনির্ভর” বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তার বক্তব্যকে আরেকটু এগিয়ে নিয়ে সেইন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামের বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এমন দাবি অবাস্তব।
আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আসন্ন বৈঠকের আগে এটা জট পাকাতে চাইছেন।
পুতিনের ভাষায়, “কপাল ভালো যে ওখানে কিছু মানুষ আছেন যারা প্রশ্নগুলো তাদেরকেই করছেন যারা এ বিষয়টা নিয়ে নতুন করে ঘোঁট পাকাতে চাইছেন।”
জো বাইডেনকে একজন ঝানু রাজনীতিবিদ হিসেবে প্রশংসা করে তিনি আরো বলেন, জেনিভায় বৈঠকটি ইতিবাচক পরিবেশেই আয়োজিত হবে।
Discussion about this post