অনলাইন ডেস্ক
বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য এখন তাদের করোনা পরীক্ষার ব্যবস্থা আর্মি স্টেডিয়ামে করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রবিবার ( ৬ জুন) করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে এ কথা জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
বিদেশগামী যাত্রীদের আরও উন্নত ও ভালো সার্ভিস দেওয়ার জন্য ডিএনসিসি আরটি-পিসিআরের কার্যক্রম আার্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘এর আগে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা হতো রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি বুথে। কিন্তু সেই হাসপাতালে এখন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেটা করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নির্ধারিত হয়েছে। তাই সেখানে অবস্থিত আটটি আরটি-পিসিআর বুথে এখন আর করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না।’
তিনি বলেন, ‘কিন্তু সেখানে কিছু অসাধু এবং দালাল শ্রেণির ব্যক্তি মানুষকে পথভ্রষ্ট করে বিভিন্নভাবে তাদের থেকে টাকা আদায় করছে এবং ভুয়া সার্টিফিকেট দিচ্ছে।
অথবা সার্টিফিকেট তাড়াতাড়ি এনে দেবে বলে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে।’ এ বিষয়ে সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘এ বিষয়ে কোনও আর্থিক লেনদেনের দায়ভার স্বাস্থ্য অধিদফতর নেবে না।’
Discussion about this post