খেলাধূলা ডেস্ক
আনিসুলের ব্যাটে ভর করে বিকেএসপিতে জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। এদিকে বিকেএসপিতে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৩ ওভারে। আগে ব্যাট করা ওল্ড ডিওএইচএস ১২১ রানের লক্ষ্য দেয় খেলাঘর সমাজ কল্যাণ সংস্থাকে। জবাবে ১০৩ রানেই থেমে যায় খেলাঘর। তাতে ১৬ রানের জয় পায় ওল্ড ডিওএইচএস।
টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ওল্ড ডিওএইচএস আনিসুল ইসলাম ইমনের ঝড়ো ব্যাটিং দারুণ শুরু পায়। তার ৪৪ রানের ইনিংসের পর রায়হান রহমান (৩৭) ও মাহমুদুল হাসান জয়ের (২৯) কল্যাণে নির্ধারিত ১৩ ওভারে ৪ উইকেটে ১২০ রান সংগ্রহ করে তারা। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় আনিসুল ৪৪ রানের ইনিংস খেলেছেন। রায়হান তার ইনিংসটি সাজিয়েছেন ২১ বলে ৩ চার ও ২ ছক্কায়। অন্যদিকে যুব বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান জয় ১৪ বলে ২ চার ও ২ ছক্কায় খেলেছেন ২৯ রানের অপরাজিত ইনিংস।
খেলাঘরের বোলারদের মধ্যে খালেদ আহমেদ ২৪ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। মিরাজ নেন বাকি উইকেটটি।
১২১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ রানে দুই উইকেট হারিয়ে খেই হারিয়ে বসে খেলাঘর। এরপর অধিনায়ক জহুরুল ইসলামকে সঙ্গে নিয়ে ওপেনার ইমতিয়াজ হোসেন ৫৯ রানের জুটি গড়লেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমেছে খেলাঘরের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন অধিনায়ক জহুরুল। ২৪ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ওপেনার ইমতিয়াজের ব্যাট থেকে আসে ৩০ বলে ৩৩ রানের ইনিংস।
ওল্ডডিওএইচএসের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন রাকিবুল হাসান ।
Discussion about this post