নিজস্ব প্রতিবেদক
আগামী বৃহস্পতিবার (১০ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য করোনা টিকার অনলাইন আবেদন শেষ হচ্ছে । এখন পর্যন্ত অনলাইনে আবেদন করেছেন সাত হাজার ৪৭৭ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামানের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
রেজিস্ট্রার ইঞ্জিনিয়ারিং মো. ওহিদুজ্জামান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীদের টিকার আবেদন জন্য সময়সীমা শেষ হবে আগামী বৃহস্পতিবার (১০ জুন)। এরপর আর সময়সীমা বাড়ানো হবেনা। এ সময় তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করার জন্য আহ্বান করেন।
Discussion about this post