নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার পর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দেশের কয়েকটি গণমাধ্যমে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বুটেক্সে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় বুটেক্সের ২০২০-২১ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৮ জুনের পরিবর্তে ভর্তি পরীক্ষা ২০ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ইতোপূর্বে জারি করা বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ৮ জুন বুটেক্সের উপাচার্য অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ভর্তি পরীক্ষা দুই মাস পেছানোর সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে উপাচার্য জানান, সীমান্তবর্তী এলাকাগুলোতে কঠোর লকডাউন চলা ও দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করায় ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০ আগস্ট বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post